ইন্ডিয়া ’ বা হিন্দুস্থান নামকরণের ঐতিহাসিক ব্যাখ্যা (historical explanation of naming india)


source: adobe stock


ইন্ডিয়া ’বা হিন্দুস্থান নামকরণের ঐতিহাসিক ব্যাখ্যা(historical explanation of naming India)

 
কিংবদন্তি অনুসারে , বৈদিক যুগের রাজা ভরতের ’ নাম অনুসারে ভারতবর্ষের নামকরণ করা হয়েছিল । আনুমানিক খ্রিস্টীয় চতুর্থ বা পঞ্চম শতকে লেখা বিষ্ণুপুরাণে বলা হয়েছে : 
                                                                                      হিমাদ্রেশ্চৈব দক্ষিণম, উত্তরং যৎ সমুদ্রস্য
                বর্ষং তদভারতং নাম, ভারতী যত্র সন্ততিঃ ॥                                               
 
( অর্থাৎ , সমুদ্রের উত্তরে এবং হিমালয় পর্বতের দক্ষিণে অবস্থিত দেশের নাম হল ভারত ; যেখানে ভরতের সন্ততিরা বসবাস করে ) ।

 অন্যদিকে , প্রাচীনকালে আলেক্সান্ডারের ভারত আক্রমনের (alexander's invasion of india) সময় এদেশে আসা গ্রিকরা সিন্ধু নদী’কে বলত “ ইন্ডস ” ( Indos ) । ঐতিহাসিকরা মনে করেন , ‘ indrus ’ বা ইন্ডস ’ নাম থেকেই ভারতবর্ষের ইন্ডিয়া ’ বা ‘ হিন্দুস্থান ’ নামকরণ করা হয়েছে ।

 ভারতবর্ষের ইন্ডিয়া হিন্দ , হিন্দুস্থান প্রভৃতি নামকরণ সম্পর্কে আরও একটি প্রচলিত মত হল এই যে , খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ভারতে প্রথম বিদেশি আক্রমণের নেতা পারস্য সম্রাট দারায়ুস (the leader of the first foreign invasion of india was the persian emperor 
darius )বর্তমান সিন্ধু অঞলের নামকরণ করেছিলেন ‘ হিদু’বা ‘ হিন্দু । আসলে সিন্ধুনদের পাঁচটি উপনদী ( অর্থাৎ — বিতস্তা , ইরাবতী , চন্দ্রভাগা , বিপাশা ও শতদ্রু ) এবং গঙ্গা ও যমুনা - কে নিয়ে কল্পিত যে সপ্তসিন্ধু’(saptasindhu )যুগে যুগে বিদেশিদের আকৃষ্ট করেছিল , সেই সপ্তসিন্দু’নাম থেকেই ‘ হিন্দু নামের উদ্ভব হয়েছে ।

 খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে লেখা চিনা ইতিবৃত্তে ভারতবর্ষকে ‘ তিয়েন চু ’ ( Tien - tu ) অথবা ‘ চুয়ান  - তু ’ ( Chuan - tu ) নামে অভিহিত করা হয়েছে । খ্রিস্টীয় অষ্টম শতকে চিনা পরিব্রাজক ইৎসিং লিখেছেন যে , সেযুগে ভারতবর্ষের উত্তরাঞ্চলের লােকেরাই ‘ হিন্দু’নামে পরিচিত ছিল , অন্যত্র এই নামটি তারা নিজেরাই জানত না । এই স্বল্পখ্যাত নামই পরবর্তীকালে ভারতের সর্বত্র পরিচিতি লাভ করে । 

এইসব ঐতিহাসিক তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছানাে যায় ভৌগােলিক অবস্থান 
(geographical location )অনুসারেই ভারতবর্ষ - ইন্ডিয়া বা হিন্দুস্থান নামে পরিচিত হয়েছে , বিশেষ কোনাে জাতি , ধর্ম বা সম্প্রদায়ের সঙ্গে এই নামটির সম্পর্ক নেই ।

Post a Comment

0 Comments